গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ওষুধ বিতরণ ও গিদারি ইউনিয়নের উত্তর গিদারি গ্রামে ১২০ জন হতদরিদ্র বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

‘ভ্রাতৃত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে’ এই শ্লোগানে শুক্রবার সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে ও সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব এর সহযোগিতায় ৭০৩ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা: ফিরোজ আহমেদ, ডা: জিয়াউল হক, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা: মো: আকিব জাহান, ডা: মাশকুরুল জাহান স্যাকলাইন, ডা: সোয়েব আরেফিন, ডা: শরীফ আহমেদ, ডা: প্রসেনজিৎ দত্ত, ও অন্যান্য চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: মাছুম হক্কানী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা হক্কানী, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি ফেমাস উদ্দিন চয়ন। এছাড়াও সহসাধারণ সম্পাদক রবিন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সন্ধানী ইস্টওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস বক্তব্য দেন।

পরে বিকেলে গিদারি ইউনিয়নের উত্তর গিদারি গ্রামে হতদরিদ্র বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার সাফি আহমেদ, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ (রমেক) ইউনিট এর উপদেষ্টা নন্দিতা দাশ সিঁথি, সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক অনুপম বিশ্বাস, রাজু আহমেদ, ছাত্র কল্যাণ সম্পাদক জুয়েল হোসেন, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য নাঈমা নুসরাত হৃদি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ইউনিট এর সাংগঠনিক সম্পাদক মুহা: সালেহ আনজুম সুজন, অর্থ সম্পাদক মাফিয়া শবনম, ছাত্র কল্যাণ সম্পাদক মো: জহিরুল হক, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের কার্যকরী উপদেষ্টা নাহিদ হাসান রিয়াদ, শাহজাহান মিয়া, তৌহিদুল ইসলাম বিমান, আলমগীর আকন্দ, সাধারণ সম্পাদক হারেজ উদ্দিন জিলাদার, সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রাশেদ, আইয়ুব হাসান সুমন, মারুফ মিয়া, জিনাত আক্তার, ইউনুস ইসলাম শ্যাম, আব্দুর রব বাবু প্রমুখ।

(আরআই/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)