স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম আছে, এটা ঠিক। আমরাও তেলের দাম কমাতে চাই। কিন্তু তেলের দাম হঠাৎ করে এখনই কমানো হবে না।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বিশ্বব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট বিক্সনের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন।

(এএসবি/এসসি/সেপ্টেম্বর২০,২০১৫)