বরগুনা প্রতিনিধি :বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ৮টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, রবিবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত ঝড়ের কবলে পরে ৮টি মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে এবং এমাদুল নামে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ এমাদুলের বাড়ি পিরোজপুর জেলার চরখালী গ্রামে। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এফবি সোনাই এবং এফবি মান্নান ট্রলার রয়েছে বলে নিশ্চিত করে বলা হয়।

(ওএস/এসসি/সেপ্টেম্বর২০,২০১৫)