স্টাফ রিপোর্টার : প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকলে আবারো মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনায় তিনি এ আহ্বান জানান।

আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গেছে। চার-পাঁচজন গ্রেফতার হয়েছে, রিমান্ডও নেওয়া হয়েছে। তাদের রিমান্ডেও নিলেন, গ্রেফতারও করলেন, এদের দোষী বললেন; আবার পরীক্ষার ফলও বের করলেন। দুইটা তো আমরা একসঙ্গে আশা করি না। যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে, তাহলে দুটি প্রক্রিয়া একসঙ্গে চলবে না। একটি প্রক্রিয়া স্থগিত রেখে আরেকটি প্রক্রিয়া শেষ করতে হবে।’

গত শুক্রবার মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ আছেন। গতকাল তিনজনকেই রিমান্ডে পাঠান আদালত।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)