গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা নিরসন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষকরা বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে অন্যতম ছিল কর্ম বিরতি পালন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার ২৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্ম বিরতি কর্মসূচী পালন করে। শনিবার ও রবিবার সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং সোমবার পূর্ণ দিবস এই কর্মবিরতি পালন করে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুরুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানে তত্ত্বাবধানে এই কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মনজুরুল হক সেলিম কর্মবিরতি পালন করায় প্রাথমিক শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, গোবিন্দগঞ্জ সহ জেলার ৭টি উপজেলায় প্রাথমিক শিক্ষকরা স্বতস্ফূর্ত ভাবে কর্ম বিরতি কর্মসূচীতে অংশগ্রহন করে। তিনি অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের এই সব দাবি দাওয়া মেনে নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তা ছাড়া ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।

(এসআরডি/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)