স্টাফ রিপোর্টার : মালয়েশিয়াগামী দুই বিমানযাত্রীর দেহ তল্লাশি করে এক লাখ ৫১ হাজার সৌদি রিয়াল উদ্ধার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শনিবার রাত ৯টার দিকে জাহাঙ্গীর আলম ও হিমেল খানকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা পরিদর্শক মতিন তালুকদার। আটক দুইজন একই বিমানের যাত্রী ছিলেন।

পরিদর্শক মতিন বলেন, জাহাঙ্গীরের কাছ থেকে ৬০ হাজার এবং হিমেলের কাছ থেকে ৯১ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এগুলো তাদের ব্যাগ ও জুতার মধ্যে লুকানো ছিল।

(ওএস/এইচআর/মে ২৫, ২০১৪)