যদি অনুমতি দাও

একবার ঘুরে দেখবো
তোমার বুকের ভেতরে কলকল শব্দে
বয়ে যাওয়া নদীটিকে,
যেখানে ছলাৎ ছলাৎ শব্দ ভেসে বেড়ায়
তোমার কবিতার নৌকা
যদি অনুমতি দাও।

তোমার কল্পনার ক্ষেত খামার
ধানের শীষে কেমন দোলা দিয়ে যায়
খেয়ালী বাতাস আর ধানের শীষ গুলো
কেমন মাথা নেড়ে নেড়ে নাচে,
আসলে প্রতিটি ধানের গায়ে আঁকা তোমারই কবিতা।
একটু ছুঁয়ে দেখবো ওদের আলতো করে,
যদি অনুমতি দাও।

ফুলের মধু বুকে নিয়ে, কেমন গুনগুন করে গান ভ্রমরের দল,
গাইতে গাইতে উড়ে বেড়ায়
এক ফুল থেকে আর এক ফুলে,
গানে গাঁথা আছে তোমার কবিতা,
একবার ঠোঁট রেখে দেখি ঔই গানের সুরে...
যদি অনুমতি দাও।
আমি ভালবাসি তোমার কবিতা।