এই বিশ্ব এই গ্রাম

মিতালী করেছি
ঘাস ফড়িংয়ের সাথে
লতায় পাতায়
তৃণখন্ডে বসবাস, তৃণভূমে

মাটির বিবরে খুঁজি
প্রাণের অংকুর।

কবিতার প্রজ্ঞাপনে বলি
এইসব ইস্তেহার সদম্ভ হুংকার
বজ্রধ্বনি
মানিনা মানিনা।

নীতির প্রপঞ্চ বাক্যে সবুজ নিধন
সমুদ্র পৃষ্ঠায়
নিথর নিস্কম্প শিশুদেহ
আয়লান
মানিনা মানিনা

হে আমার মারনাস্ত্রের বাণিজ্য সম্রাট

দেশজনপদ চিত্রল হরিণ বনবৃক্ষমালা
নিধন নিধন
মানিনা মানিনা

আমি চাই এই বিশ্ব, এই গ্রামজনপদে
চাঁদ জোৎস্নার বিকিরণ
তৃণ খন্ডের আস্তরন
ঘাস ফড়িংয়ের প্রজনন স্বাধীনতা চাই।

(বি এইচ২৩সেপ্টেম্বর ২০১৫)