সৌদি আরবের মিনায় হজের আনুষ্ঠানিকতার শেষ সময়ে পদপিষ্ট হয়ে তিন শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সৌদি আরবে ঈদের দিন এই পদদলনের ঘটনায় অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন। হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না- তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।



(ওএস/এসসি/সেপ্টেম্বর২৪,২০১৫)