গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : নিখোঁজের ১৪ ঘন্টা পর আজ ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি  আতাউর রহমান সরকারের  পুত্র নবম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান সাম্য’র বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ২ নারী ৮জনকে আটক করা হয়েছে। আটকরা হলো, পৌর এলাকা বটতলী গ্রামের তাজুল হোসেনের পুত্র হৃদয়, বেলাল হোসেনের পুত্র সুজন, বর্ধনকুঠি গ্রামের আনারুল হোসেনের পুত্র আল আমীন,বটতলী সোনারপাড়া গ্রামের তাজুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন, ভাগদরিয়া গ্রামের শরিফুলের পুত্র রাকিবুল ইসলাম, নাচাইকোচাই গ্রামের আফছার আলীর পুত্র জাকির হোসেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দহপাড়া প্রামের মজিবর রহমানের পুত্র শিমুল ও তার স্ত্রী রুনা বেগম।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে সাম্য গতকাল বৃহস্পতিবার বেলা ২ টা থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে আজ ভোরে পৌরভবনের সামনের একটি কমিউনিটি সেন্টারের পিছন থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ পাওয়া যায়। নিহত সাম্য’র শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সাম্য’র মৃত্যুর খবরে শত শত মানুষ ঘটনাস্থল ও তার বাড়ীতে ভিড় জমায়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা পৌর ভবনের সামনের একটি বাড়ি ও কয়েকটি দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ করে।


(এসঅারডি/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৫)