স্টাফ রিপোর্টার :রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।

এব্যাপারে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতি পেশাজীবী, সাধারণ মানুষ, রাজনীতিক, সরকারি-বেসরকারি চাকরিজীবী, বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্ম ব্যবহার করে কেউ যাতে ফায়দা নিতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য তিনি পরামর্শ দেন।

(ওএস/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৫)