গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মধুমতি নদীতে বাবু মীনা (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার কালনা ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, ভোর রাত আনুমানিক ৩টার দিকে নিখোঁজ বাবু মিনা নিজের ভাইপোকে বাঁচাতে গিয়ে কালনা ফেরি থেকে মধুমতি নদীতে ঝাপ দেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর আগে তিনি ঢাকা থেকে দিগন্ত পরিবহনে করে পরিবারের অন্যান্যদের সাথে নিয়ে গ্রামের বাড়ি নড়াইলের বাঁশবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন। কালনা ফেরিঘাটে বাস থেকে নেমে ৩/৪ বছর বয়সের ভাইপো প্রস্রাব করতে গেলে অসাবধানবশত ফেরি থেকে মধুমতি নদীতে সে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য চাচা বাবু মীনা নদীতে ঝাপ দেন। কিন্তু চাচাকে নদী থেকে উঠতে না দেখে অন্য এক ব্যক্তি ওই ভাতিপোকে নদী থেকে উদ্ধার করে। সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী ঘটনাস্থলে এসে উদ্ধারে নামলেও এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

(এমএইচএম/এনএস/২৭ সেপ্টেম্বর, ২০১৫)