শরৎ শ্রীমতি

শরৎ এসেছে স্বপ্ন বিষন্নতার আড়ালে।মনের কৌশলে
তোমার অস্তিত্বে ফোটে রাতপদ্ম। প্রযুক্তির আড়ালে সংগোপনে
তুমি সমৃদ্ধ করেছো সীমাবদ্ধতার অবাধ্যতা।

নির্ভেজাল আড়িপাতা প্রলোভন মন মাতানো ছন্দের কাশবনে
হেলে দুলে ভুলের মাসুলে নিজেকে হারাই।

দুঃখের ওজন শনাক্ত করতে গিয়ে ব্যবহারিক জীবনে
এনেছি নিরপেক্ষতা।সত্তা আর কর্তা মিলে হৃদয় আগুনে
জলে খুঁজি চরম আপেক্ষিকতা।

একাকিত্ব বোবাস্বরে বেদনার ঘরে বাজেয়াপ্ত করে
দ্বিধার তুলনা। তুমি শংকামুক্তির বিফলে প্রেমের কপালে
লিখো আমাকে ভুলনা।

বেলাশেষের গানের কলি গেয়ে ওঠে গৌধুলির পাখি।
রাখী বন্ধনের তত্ত্বমিল তোমার অজান্তে করে
বিরল দৈস্যুতা।আমি সামাজিক জাতাকলে
বাকি সত্যতার কাছে রাখি মনষ্কতা।

নৈঃশব্দের দুঃখ অবসাদে সন্ধ্যা ও প্রভাত ধরা দেয় মনে।

শর্তমেনে ব্লাকমেইলের ঘাটতি পূরণে তুমি আবেগের
ভাগ বসাও মনের দোকানে।

শরৎ শ্রীমতি তোমার অবগতির কাছে আমি হারমানি।

ময়না

ময়না আমার গ্রাম হয়ে ওঠে তার সাথে দেখা হওয়ার পর।

নাম শুনে মনে হয়েছিলো প্রাণ পাখিটির ডাক নাম। ঝাকঝাক
জোনাকির আলো এসে আমাকে স্বজন করে নেয়।
চাঁদের কোপালে টিপ দিয়ে ছায়া সুবিমল ঢেউলাগা তালে
যার আলাদা স্বভাব।

দিনের সবুজ পাঠে হৃদপিণ্ডে খোলা মাঠের বাতাসে
প্রেমের পরশে আনে দ্বিগুণ প্রভাব।

ময়নাকে অনেক বায়না দিয়ে নিজের ভেতর আয়নায়
বহুবার ভালোবাসতে চেয়েছি । শত উৎকন্ঠায় সৌন্দর্যের
বাহারি শয্যায় সে ময়না বিছিয়ে রেখেছে হাজারো কল্পনা।

ময়নাকে মনে পড়ে বারবার। হারাবার ভয় নেই জেনে
টেনে চলি প্রতিদিন বেদনার কারাগার।

ময়না জানে না জীবনের সারকথা। অপারগতার বেদনা আনন্দে
ধরে রাখে মায়াময় অসংখ্য পারাপার।


স্মৃতির আড়ালে

স্মৃতির আড়ালে মুখ লুকিয়ে প্রীতির ঘরে জেগেছে সকাল।
ফলত গাছের চোখ ঝুল বারান্দার তারে চক্ষুশুল মসগুলে
শত সাধনায় তৈরী করে মহাকাল।

সোনার বরণ পাখি প্রানের উদাহরন শেষে
বারণ ও কারণের দোষে অবকাশে হারায় যৌবন।

বেলাশেষে বিচ্ছিন্নতার মনোবিকাশে চোখের আগাম
দূরাভাষে তুমি হতাশা পোষন করো বিনাচাষে।

মেয়াদপূর্তির চুক্তিসহ বিনিয়োগ প্রযুক্তির
অচল তুলনা চলে লাইফ-ষ্টাইলে।তোমার ছলনা
আঁড়ি পেতে বসে থাকে মনে।

নীলনকশার ব্যর্থতায় শঙ্কামুক্ত থেকেছি গোপনে।
তুমি যৌথ অভিমানে মনের ট্রাইব্যুনালে জারী করো
খেলাপী প্রেমের বানী।

প্রবণতা বাড়ছে প্রেম ও দাসত্বের । চলছে পরীক্ষা ছাড়া
ফিটনেস।অকাতরে ঘরে ঘরে চলে বাঁক বদলের প্রাইভেট।

কর্তৃত্ব তোমার ছলনায় বাসা বাঁধে প্রাণে। তুমি প্রেমের ডিজিটে
ফ্রি-ইন্টারনেটে টেনে আনো গ্লানী। আমি স্মৃতির আগুনে পুড়ে
হই বেদনা সন্ধানী ।