ফেনী প্রতিনিধি: ফেনীতে র‌্যালী, আলোচনা সভা ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস ও বাংলাদেশ আওয়ামী পর্যটনলীগের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

“এক বিলিয়ন পর্যটক, এক বিলিয়ন সম্ভাবনা” এই শ্লোগান নিয়ে রবিবার বিকাল সাড়ে ৪টায় সময় জেলা প্রশাসন, পর্যটন লীগ ও পর্যটন করপোরেশনের উদ্যোগে ফেনী অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে বিজয় সিংহ দিঘীর চার পাশ পদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।

বিকাল ৫টার সময় অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডিসি জেনারেল এনামুল হক বলেন, পর্যটনের সম্ভাবনাময় ফেনীকে অচিরেই পর্যটকদের আকর্ষনীয় করে তুলতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার, ডিজিটাল প্রযুক্তি মাধ্যমে মুহুরী প্রকল্পসহ ফেনীর পর্যটন কেন্দ্রগুলোর প্রচার করা হচ্ছে। পাশাপাশি অবৈধ দখল, আইনশৃঙ্খলার অবনতিসহ সকল প্রতিবন্ধকতা দুর করার চেষ্টা চালাচ্ছে সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ফেনী জেলা শিক্ষা অফিসার, জেলা পর্যটন লীগের সভাপতি এড. জাহাঙ্গীর আলম নান্টু, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ, জেলা পার্ক মালিক সমিতির সভাপতি টিপু, জেলা যুবলীগ নেতা স্বপন মিয়াজী প্রমুখ।

(এসএমএ/এলপিবি/সেপ্টেম্বর ২৮, ২০১৫)