নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভালো উন্নয়ন ম্লান হয়ে যেতে পারে যদি নেতাকর্মীরা ভালো আচরণ না করে। ৪/৫ জন লোকের অপকর্মের জন্য শেখ হাসিনার উন্নয়ন ম্লান হতে দেয়া যাবে না। খারাপ আচরণের জন্য কেউ যাতে তার বিশাল অর্জনকে ম্লান করে দিতে না পারে। অপকর্মের জন্য ১০টা অর্জন ১টা অপকর্মে ঢেকে যেতে পারে।

সোমবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন মেলা উপলক্ষে এক আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশের যে অবস্থান তা শেখ হাসিনা এনেছেন। কয়েক বছর আগেও আমাদের মাথাপিছু আয় ছিলো না ৪০০ ডলার এখন ১৩০০ থেকে ১৪০০ ডলার আয়। রিজার্ভে আছে ২৬ বিলিয়ন ডলার এবং রফতানি হচ্ছে ৩২ বিলিয়ন ডলার। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স ১৪ বিলিয়ন। মুদ্রাস্ফীতি ৭ এর নিচেসহ কয়েক বছরে সরকারের যে অভূতপূর্ব উন্নয়ন এবং অর্জন তা বিশ্ব স্বীকৃত।

সেতুমন্ত্রী আরো বলেন, পঁচাত্তর-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে, ক্ষমতার উন্নয়নে ও দেশ পরিচালনায় রাজনৈতিক প্রজ্ঞায় গত ৪০ বছরের সংগ্রামী ও সফলতার নেত্রী হলো শেখ হাসিনা।

পরে মন্ত্রী ৫০ কোটি টাকা ব্যয়ে সোনাগাজী-ওলামাবাজার-চরদরবেশ-কোম্পানীগঞ্জ সড়কের ছয় কিলোমিটার ছোট ফেনী নদীর ওপর ৪৭৮.১৭১ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে চট্রগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ সড়কের কাজ শেষ হলে এ এলাকায় অথনৈতিক নতুন মাত্রা যোগ হবে এবং আর্থ-সামাজিকের ব্যাপক উন্নয়ন হবে।

(ওএস/অ/সেপ্টেম্বর ২৮, ২০১৫)