দিনাজপুর প্রতিনিধি: ঘরের শেলিং ফ্যান মেরামত করতে দিয়ে গত সোমবার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়েন উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।

নিহত ফয়েন উদ্দিন উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরহড়িয়াপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে ও ২ সন্তানের জনক।

জানা যায়, নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যান আস্তে ঘোরার কারণে ফ্যান মেরামত করার সময় আকস্মিকভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নেয়া হয়। কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(এসিজি/এলপিবি/সেপ্টেম্বর ২৯, ২০১৫)