গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সিঙ্গাপুর শাখার সভাপতি কাজি সিহাব উদ্দিন লিটন।

বুধবার দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনজাতে অংশ নেন।

এ সময় তার সাথে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ইউসুফ আলী, জেলা যুবলীগের সধারণ সম্পাদক এমবি সাইফ বি মোল্যা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন তিনি।

(এমএইচএম/এলপিবি/সেপ্টেম্বর ৩০, ২০১৫)