গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি নদীতে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাত ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো- নড়াইলের লোহাগাড়া উপজেলার বাশগ্রামের বাবু মীনা (৪৫) ও একই উপজেলার পূর্বচরকালনা গ্রামের সবুজ শেখ (২৫)।

গত ২৭ সেপ্টেম্বর ভোর রাতে বাবু মীনা ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া ভাতিজাকে উদ্ধার করতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়।

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানবশতঃ ফেরির পল্টন থেকে মধুমতি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সে ঢাকার এশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, বুধবার রাতেই উদ্ধারকারী ডুবুরিরা সবুজ শেখের লাশ উদ্ধার করেছে এবং বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের ৪ দিন পর বাবু মীনার লাশ মধুমতি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের লাশ তাদের পরিবারের কাছে বুঝে দেয়া হয়েছে।

(এমএইচএম/এলপিবি/অক্টোবর ১, ২০১৫)