গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনামাছ অবমুক্তকরণ প্রকল্প’ এর অধীনে রামগোপালপুর ইউনিয়নের চৌকা বিলে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজের সভাপতিত্বে রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, খামার ব্যবস্থাপক মঞ্জুরুল হক খন্দকার, যুব উন্নয়ন কর্মকর্তা লায়লা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, রাষ্ট্রীয়পদক প্রাপ্ত মৎস্য চাষী সিদ্দিকুর রহমান, সাবেক জিএস মজিবুর রহমান, ব্যক্তিগত সহকারি সাহাবুল আলম প্রমুখ।

(এসআইএম/এলপিবি/অক্টোবর ১, ২০১৫)