লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় তৃতীয় শ্রেণির ছাত্র হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৪ জনকে আটক করেছে।

উল্লেখ্য উপজেলার নলদী ইউপির নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও কালাচাঁদপুর গ্রামের শওকত ফকিরের ছেলে শাহিন ফকির (৯) গত ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের ছয়দিন গত বুধবার (৩০ সেপ্টেম্বর) কালাচাঁদপুর ঠাকুরবাড়ির পেছনে বাগানের ভিতর একটি গর্তে তার গলিত লাশ পাওয়া যায়। নিহত শাহিনের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় নিহত শাহিনের চাচা বাদী হয়ে ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং ১/ তাং-১-১০-১৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন পাটোয়ারী অভিযান চালিয়ে আসামী সৈয়দ লিটন,সৈয়দ জাহিদুর, সৈয়দ জাহাঙ্গীর ও শামিমা বেগমকে আটক করেছে।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, লিটন এলাকায় সন্ত্রাসী কিলার হিসেবে পরিচিত। নিহত শাহীনের পরিবারের অভিযোগ, প্রতিবেশী শিমুল মোল্লাদের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসী লিটনকে টাকা দিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

(আরএম/এলপিবি/অক্টোবর ১, ২০১৫)