নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ শহরের মিজানুর রহমান মিন্টু (৬৩) ও ডা. খন্দকার গোলাম সাব্বির আহমেদ (৬৯)। অপরজন ত্রিশাল উপজেলা সদরের হুরমুজ আলী (৭১)।

বৃহস্পতিবার বিকেলে শহরের আর কে মিশন রোড এলাকার নিজ বাসা থেকে মিজানুর রহমান মিন্টুকে ও গোলকিবাড়ি এলাকার নিজ বাসা থেকে ডা. খন্দকার গোলাম সাব্বির আহমেদকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। একই সময়ে ত্রিশাল উপজেলা সদরের নিজ বাসা থেকে হুরমুজ আলীকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত আসামি। এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

(ওএস/এলপিবি/অক্টোবর ২, ২০১৫)