রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কৃষকদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর সোমবার সকালে নন্দুয়ার ইউনিয়ন পরিষদে রানীশংকৈল কৃষি সম্পাসারণ অধিদপ্তর কৃর্তক আয়োজিত ইউপি সদস্য তবিবুর রহমানের সভাপতিত্বে প্রায় দেড়’শ কৃষকের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান আবহওয়ার উপর ভিত্তি করে ফসলের কি কি ক্ষতি হতে পারে বিশেষ করে বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) ও পুষ্টি অভাব জনিত ফসলের প্রতিরোধের উপর বিস্তারিত তথ্য ভিত্তিক আলোচনা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আবু সুলতান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা শৌলক বাবু, উপসহকারী কৃষি অফিসার মনজুর আলম, নন্দুয়ার ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামসহ প্রমুখ।

এছাড়াও ধর্মগড়, রাতোর ইউনিয়নেও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(কেএ/এএস/অক্টোবর ০৫, ২০১৫)