নাটোর প্রতিনিধি : নাটোরে অপহরণের ১০ ঘন্টা পর সুইটি খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রীকে শনিবার রাতে রাজশাহীর বানেশ্বর থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই দিন দুপুরে এক লাখ টাকার মুক্তিপনের দাবীতে ছাত্রীকে অপহরন করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামের সারোয়ার আলমের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সুইটি খাতুন পদার্থ বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা স্বাক্ষর করে শনিবার দুপুরে নাটোর সিটি কলেজ থেকে অটোরিক্সায় বাড়ি ফিরছিল। পথে শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড় এলাকায় কয়েকজন যুবক তাকে অপহরন করে এক লাখ টাকার মুক্তিপণ দাবী করে। এই ঘটনায় সুইটির মামা জহুরুল ইসলাম বাদি হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সুইটিকে উদ্ধারে অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
নাটোর থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধাকৃত ছাত্রী ধর্ষিত হয়েছে কিনা না তা সনাক্ত করতে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
(এমআর/এএস/মে ২৫, ২০১৪)