সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় হাতেনাতে যন্ত্রপাতি ও ১৪০ ফুট (এমএস) পাইপ জব্দ করেছে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সন্ধ্যায় ফেনী মডেল থানায় একটি মামলা হয়েছে।

ফেনী বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বগইড় গ্রামের দীঘির পাড়ে অবস্থিত রফিক কোম্পানীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওয়ার্ক অর্ডার বিহীন রফিক কোম্পানীর বাড়ি থেকে মূল সড়ক পর্যন্ত প্রায় ৪ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন মাঠির নিচে প্রচেষ্টা চালানো অবস্থায় কয়েকটি জেনারেটরসহ ১৪০ ফুট (এমএস) পাইপ সংযোগ প্রদানের নানা যন্ত্রপাতি জব্দ করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যাস ঠিকাদার আরিফুর রহমান ও রাইজার টিম ঠিকাদার সিরাজুল ইসলামসহ দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।

অভিযান অংশ নেন বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ডি এম সাঈদ হোসেন।

ফেনী বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড’র ব্যবস্থাপক আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে অভিযুক্ত টিকাদারদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

(এসএমএ/এসএমএস/অক্টোবর ৬, ২০১৫)