অসহ্য প্রতীক্ষা

আমার দিকে হাত বাড়িয়ে আছে মহাকাল,
তার দাবি মেটানোর বিপরীতে
আমার এখন উল্টোপথে চলা-
সাময়িক আনন্দের
ভোগ আর বিলাসের খতিয়ানে যত অপকর্ম-
তা আমি মানতে ...

মানাতে বসে আছেন দেবতা স্বয়ং
আমি একটু এদিক-ওদিক করলাম তো পড়ে গেলাম খাদে,
নিস্তার তখনো নেই-
আমার সন্তানকে দিতে হবে খেসারত
তাইতো আমি সোজা-
সব বুঝেও না-বোঝার দলে লিখিয়েছি নাম
একান্ত ইচ্ছা করেই বসিয়েছি হাট
বিনামূল্যে যাবতীয় ইজারা এখন
তাদেরই হাতে।

কিছু বলার নেই
কিছু বোঝার নেই
শুধু জো-হুকুম
আমার চোখ বন্ধ অন্ধকারে ডুবেছে জমিন
কবে উদয় ঘটবে সূর্যের
আলো এসে জানাবে সম্ভাষণ
এ-ই শুধু প্রতীক্ষা আমার-