দিনাজপুর প্রতিনিধি: গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল এর পক্ষ থেকে বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন করা হয়।

এবারের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য বিষয় 'সবার জন্য চক্ষু সেবা'।

গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিবসটি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে একটি চক্ষু শিবিরের অয়োজন করে।

বিশ্ব দৃষ্টি দিবস ২০১৫ লিখিত গেঞ্জি, ক্যাপ পরিধান, ব্যানার ও বাদ্যবাজনাসহ সাইকেল, মটর সাইকেল ও পিকআপ নিয়ে প্রায় তিন শত জনের একটি র‌্যালী হাসপাতাল থেকে সকাল ০৯টায় বের হয়ে প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়।

শোভাযাত্রার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে র‌্যালী ও দিবসটির উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: তৌফিক ইমাম।

হাসপাতালের ব্যবস্থাপক প্রশাসন মো: শফিকুল আলমের উপস্থাপনায় অলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক, ডা: চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী এবং সিনিয়র কনসালটেন্ট ডা: শহিদুল ইসলাম খান।

বিশ্ব দৃষ্ট দিবস উপলক্ষে চক্ষু রোগ, প্রতিকার ও চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক পোষ্টার, লিফলেট, ষ্টিকার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত চক্ষু শিবিরে প্রায় ১০০ জন ছানি রোগীকে বিনা মূল্যে ছানি অপারেশন করে লেন্স সংজোযন করা হয়। এবং প্রায় ১০০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভা ও র‌্যালীতে অংশগ্রহণ করেন।

(এজে/এলপিবি/অক্টোবর ৮, ২০১৫)