গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পুলিশের গুলিতে এক আন্তঃজেলা মোটরসাইকেল চোর গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে সদর উপজেলার গোবরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, রাতের টহল পুলিশ দুটি মোটরসাইকেলের চালকদেরকে স্থানীয় উপজেলা মোড় এলাকায় দাঁড়ানোর জন্য সিগনাল দেয়। তারা পুলিশের সিগনাল উপেক্ষা করে পালিয়ে যাবারচেষ্টা করে। এ সময় পুলিশ তারে পিছু ধাওয়া করে।

গোবরা নামক স্থানে গিয়ে তারা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ করে গুলি ছোড়ে। সেখান থেকে পুলিশ পায়ে গুলিবিদ্ধ সোবহান মোল্যা (৩২) ও পড়ে গিয়ে আহত আশিক গাজী (৩৫) কে আহতবস্থায় আটক করে। পরে তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মারত্মক আহত গুলিবিদ্ধ সোবহান মোল্যা (৩২) কে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। এদের বাড়ি খুলনা ও সাতক্ষিরা জেলায়। এরা আন্তঃজেলা মোটর সাইকেল চোরের সক্রিয় সদস্য বলেও তিনি জানান।

(এমএইচএম/এএস/অক্টোবর ০৮, ২০১৫)