স্টাফ রিপোর্টার : খালেদা জিয়া দেশে ব্যর্থ হয়ে বিদেশে বসে নতুন করে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে গণভবনে গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল ও রংপুরের আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় কালে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া দেশে থেকে নিজের অফিসে বসে আন্দোলনের নামে টানা ৯২ দিন পুড়িয়ে মানুষ হত্যা করেছেন। এ আন্দোলনে তিনি ব্যর্থ হয়েছেন। কারণ, দেশের মানুষ এতে সাড়া দেয়নি।

তিনি বলেন, দেশে আন্দোলন করে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। সেখানে বসে ষড়যন্ত্র করছেন। অপপ্রচার করে প্যানিক ছড়ানোর চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিককে হত্যা করে দেশের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছেন। যখনই দেশ সম্মান পায়, তখনই তাদের মধ্যে পীড়া শুরু হয়।

(ওএস/এএস/অক্টোবর ১০, ২০১৫)