পটুয়াখালী প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটুয়াখালীসহ দক্ষিনাঞ্চলের সকল উন্নয়ন কর্মকান্ড নিশ্চিত করা হবে।

পটুয়াখালী হবে অর্থনীতির চালিকা শক্তি। সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের তরুনরা বিদেশে পাড়ি না জমিয়ে পটুয়াখালীতে থেকেই বিপুল পরিমান অর্থ আয় করবে।

স্থানীয় সরকার সচিব শনিবার সকাল ১০টায় পটুয়াখালী পৌরসভা আয়োজিত উন্নয়ন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পটুয়াখালী পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সড়ক পথে বরিশাল থেকে পটুয়াখালী আসার পথে জেলার প্রবেশদ্বার লেবুখালীতে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন পটুয়াখালী জেলা গেট এর ও সার্কিট হাউসের সামনে পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিকেলে সদর উপজেলা পরিষদ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন।

(এসডি/এলপিবি/অক্টোবর ১০, ২০১৫)