কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত সিএইচসিপি’দের চাকুরী জাতীয়করণ ও ট্রাষ্ট আইন বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে ৩৬ টি কমিউনিটি ক্লিনিকের কর্মীরা।

সোমবার হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচী শেষে পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি রাসেল শিকদার মাহিয়া আফরোজ, মাইনুল ইসলাম, ইব্রাহিম খলিল, বিকাশ দাস প্রমুখ।

সভাশেষে কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কমিউনিটি ক্লিনিক প্রকল্প ও সিবিএইচসি’র লাইন ডায়রেক্টর বরাবরে সিএইসিপি’দের পক্ষে ট্রাষ্ট আইন বাতিল ও তাদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে লিখিত আবেদন করেন। তার আবেদন সিএইচসিপিদের চাকুরী স্থায়ী না হলে গ্রামাঞ্চলের মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।

(এমকেআর/এএস/অক্টোবর ১২, ২০১৫)