পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি :পাবনার ঈশ্বরদী উপজেলায় এক যাজককে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডারসহ পাঁচজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঈশ্বরদীর খ্রিষ্টান যাজক লুক সরকারকে হত্যা চেষ্টা মামলায় আদালত গ্রেফতারকৃত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ৪ সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ।

আজ মঙ্গলবার দুপুরে পাবনার চীফ জুডিশিয়াল আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম এই রিমান্ড আদেশ মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্ত জেএমবি সদস্যরা হলো পাবনা সদরের সিংগা পালপাড়া এলাকার আব্দুর রহিম শেখের পুত্র জিয়াউর রহমান (৩৫), মজিদপুর মধ্যপাড়া গ্রামের মনসুর আলীর পুত্র শরীফুল ইসলাম ওরফে তুলিপ (২২), নিয়ামতুল্লাপুর গ্রামের মৃত নওশের আলীর পুত্র আব্দুল আলীম (৩৬), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাঘব বাড়িয়া গ্রামের আবুল কাশেমের পুত্র আমজাদ হোসেন (৩০)।

আদালত সূত্রে জানা যায়, ঈশ্বরদীর ব্যাপিষ্ট খ্রিষ্টান মিশনের ধর্মযাজক ফাদার লুক সরকার হত্যাচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ আদালতে আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম ৪ জনের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে সোমবার বিকেলে মূল হোতা জেএমবি সদস্য রকিবুল ইসলাম রাব্বি আদালতে স্বীকোরক্তিমূলক জবানবন্দি দেন এবং রিমান্ড মঞ্জুর হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৫ই অক্টোবর ঈশ্বরদীর বিমান বন্দর সড়কের পাশে ব্যাপিষ্ট খ্রিষ্টান মিশনের ধর্মযাজক ফাদার লুক সরকারের গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়।

(এসকেকে/এএস/অক্টোবর ১৩, ২০১৫)