ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রশমন দিবস পালন করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপি’র সহযোগিতায় আয়োজিত উপজেলা প্রশাসনের উদ্যোগ দিবসটি পালনের জন্য উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভযাত্রা পৌর শহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে ‘‘জ্ঞানই জীবন” প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, ফুলবাড়ি দমকল স্টেশনের স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন, থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমূখ।

(এসিজি/এলপিবি/অক্টোবর ১৩, ২০১৫)