মাগুরা প্রতিনিধি: মাগুরায় স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন।

বুধবার সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে। এতে নন-এমপিও ভুক্ত ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো.আলি হাসান, সাধারণ সম্পাদক আবদুর রহিম, দেলোয়ারা বেগম, শামসুজ্জামান সেলিম, কাজী হাবিব প্রমুখ।

পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করে।

মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, মাগুরার ৭৬টিসহ সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত প্রায় ৭ হাজার নন-এমপিও স্কুল-কলেজের ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী দীর্ঘ দিন ধরে বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা কামনা করেন।

(ডিসি/এলপিবি/অক্টোবর ১৪, ২০১৫)