কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বিখ্যাত মঙ্গলবাড়িয়ার লিচু বাজারে আসতে শুরু করেছে। পাইকাররা সেখান থেকে লিচু কিনে নিয়ে অাসছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

লিচুর জন্য খ্যাত মঙ্গলবাড়িয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সদর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এখানকার আগাম জাতের প্রতিটি লিচু যেমন রসে টইটুম্বর তেমনি এর গন্ধও অতুলনীয়। মঙ্গলবাড়িয়া গ্রামে উৎপাদিত একশ লিচুর দাম ৫০০ থেকে ৭০০ টাকা।

মঙ্গলবাড়িয়ার সুস্বাদু লিচুর উৎপত্তি সম্পর্কে স্থানীয় প্রবীণরা জানান, ওই গ্রামের হাসিম মুন্সি নামের এক স্কুল শিক্ষক বহু বছর আগে ভারতীয় একটি গোলাপি জাতের লিচুর চারা এনে বাড়ির সামনে লাগিয়েছিলেন। ৫-৬ বছর পর সেই গাছে লিচুর ফলন হয়। তার গাছের লিচু অত্যন্ত সুস্বাদু হওয়ায় ওই গ্রামের কৃষক বশির উদ্দিন এই গাছের কলম চারা তৈরি করে লিচুর চাষ শুরু করেন। পর্যায়ক্রমে সম্প্রসারিত হতে থাকে এই লিচুর চাষ।

বর্তমানে মঙ্গলবাড়িয়া ছাড়াও কুমারপুর, হোসেন্দী, নারান্দী, তারাকান্দি, জাঙ্গালিয়া, সুখিয়া ও চন্ডিপাশা গ্রামের অধিকাংশ বাড়িতেই লিচুর বাগান রয়েছে। পাইকাররা এখান থেকে লিচু কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। এছাড়াও প্রবাসীরা তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে মঙ্গলবাড়িয়া থেকে লিচু নিয়ে থাকে।

লিচুর পাইকারী ও খুচরা বিক্রেতা তৌহিদুল ইসলাম জানান, এ বছর লিচুর ফলন ভাল হয়েছে। গাছে লিচু পাকা শুরু হওয়ার পর এখন পুরো দমে গাছ থেকে লিচু পাড়ার কাজ শুরু হয়েছে।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)