স্টাফ রিপোর্টার : চিকিৎসার নাম করে লন্ডনে বসে মা-ছেলে দুইজনে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ অক্টোবরের আলোচনা সভা সফল করতে বর্ধিত সভা করা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

মায়া বলেন, চিকিৎসার নাম লন্ডনে বসে মা ছেলে দুইজনে মিলে ষড়যন্ত্র করছে। আমরা দোয়া করি, তাদের ভালো হোক। রাজনীতিতে ফিরে এসে গণতন্ত্রে বিশ্বাস করুক। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করুক।

এসময় দুই বিদেশি হত্যাকাণ্ডের পর দেশে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৫)