স্টাফ রিপোর্টার : রাজধানীতে প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর সমর্থক ও অপর অংশের সভাপতি আখতার হোসাইন বুখারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে দু’পক্ষের আলাদা আলাদা মানববন্ধন কর্মসূচির সময় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এ দিন প্রেসক্লাবের সামনে ইলিয়াস হোসাইন বিন হেলালীর সমর্থকরা জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। আর আখতার হোসাইন বুখারীর সমর্থকরা ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে ইলিয়াস হোসাইন বিন হেলালী উপস্থিত হলে তার পক্ষের সমর্থকরা আখতার হোসাইন বুখারীর সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আখতার হোসাইন বুখারী পক্ষের সহ-সভাপতি আব্দুস সাত্তারসহ পাঁচ থেকে সাতজন সদস্য আহত হন।

সংঘর্ষের পর প্রেসক্লাবের সামনে ইলিয়াস হোসাইন বিন হেলালীর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে আখতার হোসাইন বুখারীর সদস্যদের কর্মসূচি ভেস্তে যায়।

মানববন্ধনে ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেন, জঙ্গীদের বিরুদ্ধে যেন আমরা আন্দোলন না করতে পারি সেজন্য তারা হেফাজতে ইসলামীর কথিত ১৩ দফার দাবিতে পাল্টা কর্মসূচি দিয়েছে।

এসময় তাদের প্রতিহত করার ঘোষণাও দেন ইলিয়াস হোসাইন বিন হেলালী।

(ওএস/অ/অক্টোবর ১৭, ২০১৫)