গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের দুই দিন পর ধানক্ষেত থেকে ইয়ানুর শাহরিয়ার নাসিম (৭) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার ( ১৬ অক্টোবর) বিকেলে অপহরণ হয় শিশুটি। নাসিম ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় ইসলামপুর কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর ছাত্র ছিল। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সকালে ধান ক্ষেতে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, শিশুটির গায়ে থাকা গেঞ্জি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের হায়দার আলীর ছেলে সাথী (২৫) ও ময়নুল ইসলামের ছেলে মিনহাজুল (১৮)কে আটক করা হয়েছে। শিশুটির খালু হোসেন আলী জানান, শুক্রবার বিকেল ৫ টার দিকে বটতলা মাঠে লেখার সময় অপহরণের শিকার হয় নাসিম। পরে নাসিমের বাবা জাকিরুলের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

(এসআরডি/এসএমএস/অক্টোবর ১৮, ২০১৫)