বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনা-বিজিবি’র যৌথ বাহিনীর সাথে পাহাড়ী সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা চলছে। গোলাগুলির ঘটনায় নেসং স্রো নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ যৌথবাহিনীর সদস্য গুরুতর আহত। আহতদের হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রবিবার দুপুর ২টার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী রাঙ্গামাটি জেলার বড়থলী পাড়া ইউনিয়ন এর সেপ্রুপাড়া এলাকায় অভিযান শুরু করলে পাহাড়ী সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে। এতে যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়। ঐ এলাকায় এখনও থেমে থেমে গোলাগুলি চলছে।

গোলাগুলির এই ঘটনায় গ্রাম পুলিশের সদস্য নেসং স্রো’র পিঠে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় যৌথবাহিনীর আরো ২ সদস্য গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন সৈনিক আবুল কাশেম ও সৈনিক হান্নান। আহতদের হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। হেলিকপ্টারে করে ঐ এলাকায় অতিরিক্ত সেনা বাহিনী প্রেরণ করা হয়েছে।

গত ১৬ অক্টোবর ভোর রাতে যৌথবাহিনীর সাথে পাহাড়ী সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনার একদিন পর আজ আবারো গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ঐদিন পাহাড়ী সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দিয়ে রাইফেল, গ্রেনেডসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধারের পর পাহাড়ী সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এই হামলার ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

(এএফবি/অ/অক্টোবর ১৮, ২০১৫)