মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সোমবার  দুপুরে উপজেলা চত্তরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, রাজৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোতালেব মিয়ার সভাপতিত্বে উপজেলা লাইসিয়ামে বদরপাশা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সম্মেলন শুরু হয়।

এ সম্মেলন শেষের দিকে কমিটি গঠনের সময় আওয়ামীলীগের সমর্থক লাল মিয়ার পক্ষ হয়ে বিএনপির দুই সমর্থক মোয়াজ্জেম ও মনির কথা বলে।

বিএনপির সমর্থক কথা বলায় বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক আবুল হোসেন সাগুর ছোট দুই ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পাট্টু ও শহিদুল হক প্রতিবাদ করে।

এসময় লাল মিয়ার সাথে এমদাদুল হক পাট্টু ও শহিদুল হকের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ বাধে। এসময় শহিদুল ও দেলোয়ার মাতুব্বরসহ ৫ জন আহত হয়। আহতরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংর্ঘষের ঘটনাটি সম্পূর্ণ অনাকাংখিত।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এএস/অক্টোবর ১৯, ২০১৫)