মাদারীপুর প্রতিনিধি : মাঠ থেকে কিস্তির টাকা উত্তোলন করে অফিসে ফেরার পথে মিল্টন (৩৫) নামের এক আশার মাঠকর্মীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে মারধর শেষে টাকা ছিনতাই করে ফেলে রেখে পালিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারীর দল।

সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার কালকিনির ম্যালকাই নামকস্থানে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে ফেলে রাখলে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

এনজিও আশার কালকিনি গোপালপুর শাখার ম্যানেজার মিহির কুমার জানায়, মাঠ থেকে কিস্তিুর টাকা উত্তোলন করে বাই সাইকেলে করে এনজিও আশা গোপালপুর শাখার মাঠকর্মী মিল্টন নিজ অফিসে ফেরার পথে একটি সাদা মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়। এ সময় ৫/৬ জন লোক তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়।

আর দেড় ঘন্টা পরে তার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে এবং বেদম মারধর করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমদি নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

(এএসএ/এএস/অক্টোবর ১৯, ২০১৫)