বান্দরবান প্রতিনিধি : সামাজিক ভাবে বিরোধ নিস্পত্তি বাড়ান আদালতে মামলার চাপ কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে কর্মশালা হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ শফিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক (প্রশাসন) মোঃ রকিবুল ইসলাম, ইউএনডিপি’র প্রেগ্রাম অফিসার মোঃ মাসুদ করিম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আহমেদসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জনপ্রতিনিধি ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞ জেলা ও দায়েরা জজ মোঃ শফিকুর রহমান জানান, জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বান্দরবানে চালু হওয়ার পর গত দেড়বছরে প্রায় ৬শত মামলা রেকড হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মামলার নিস্পত্তিও হয়েছে। তিনি বলেন, আদালতে মামলার চাপ কমানোর জন্য প্রতিটি এলাকায় সাব কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যে কোন বিরোধ আদালতে বা থানায় না পাঠিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে নিস্পত্তি করলে আদালতে মামলার চাপ অনেকাংশে কমে আসবে। এ ব্যাপারে তিনি জনপ্রতিনিধি ও সাংবাদিকদের দায়িত্বশীল হয়ে ভুমিকা রাখার আহবান জানান।

কর্মশালা শুরুর আগে জেলা ও দায়েরা জজ কোর্ট প্রাঙ্গণে সরকারি-বেসরকানি গাড়িতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত ষ্টিকার লাগান এবং হ্যান্ডবিল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় বিচারক ও ইউএনডিপি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এএফবি/এএস/অক্টোবর ২০, ২০১৫)