দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-রংপুর মহাসড়কের গোপালগঞ্জে ভটভটির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ২ এবং ৬ জন গুরুতর আহত হয়েছে। এই দুর্ঘটনায় মারা গেছে আরও ৩টি গরু।

দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের কাছে আজ বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাঁশেরহাট থেকে একটি গরু বোঝাই ভটভটি দিনাজপুর শহরের রেলবাজার হাটে আসছিলো। এসময় বিপরীতমুখী এই ট্রাক গোপালগঞ্জ বাজারের কাছে ভটভটিটিকে পিষ্ট করে মহাসড়কের পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আব্দুস সাত্তার (৬৫) ও বাবু (৩০) নিহত হয়। গুরুতর আহত ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় ভটভটিতে থাকা ৩টি গরু মারা গেছে।

ঘটনার পর দিনাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকের নীচ থেকে বিধ্বস্ত ভটভটিটিকে উদ্ধার করে। বিক্ষুব্ধ লোকজন ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করলেও একঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

দুর্ঘটনার পর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(এটি/এএস/অক্টোবর ২২, ২০১৫)