গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শিশুর প্রতি বৈষম্য ও অটিজম বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনসিডিন বাংলাদেশ ও সেভ দ্যা চিলড্রেন যৌথ ভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

সোমবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সরকারী বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম অজাদ। সেভ দ্যা চিলড্রেনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার চৌধুরী তায়েব তাজামুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সমাজ সেবা কর্মকর্তা সমীর মল্লিক, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মীর রেজাউল করীম, ইনসিডিন বাংলাদেশের অপারেশন চীফ মুশফিকুর রহমান, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তরা, অটিজম শিশুদের সমাজে অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নানা দিক নিদের্শনা তুলে ধরেন।

(এমএইচএম/এএস/অক্টোবর ২৬, ২০১৫)