গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের উপর হামলা করে মাদকসহ একাধিক মামলার আসামীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আক্তারুজ্জামান লিটনসহ ৪ পুলিশ সদস্য আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ আজ মঙ্গলবার ও গতকাল সোমবার রাতে ওই গ্রামসহ আশপাশ এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ফুল মিয়া মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তাকে কাশিয়ানী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, গত সোমবার রাত ৮ টার দিকে উপ-পরিদর্শক আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে ৪ জনের একদল পুলিশ সদস্য ফলসি গ্রামে ওয়ারেন্টের আসামী বাচ্চু মোল্লার ছেলে আরিফ মোল্লাকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় পুলিশ সদস্যরা আরিফকে ফাঁড়িতে নিয়ে আসতে চাইলে তার পক্ষের ৩৫/৪০ জনের একদল গ্রামবাসি পুলিশের উপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও মারপিট করে।

এক পর্যায়ে আরিফ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। সে মাদক মামলাসহ একাধিক মামলা আসামী। এ ব্যাপারে ওই পুলিশ সদস্য আক্তারুজ্জামান লিটন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

(এমএইচএম/এএস/অক্টোবর ২৭, ২০১৫)