গোপালগঞ্জ প্রতিনিধি : আগামীকাল শুক্রবার ও শনিবার গোপালগঞ্জ এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পূর্নমিলনি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে এক্স মডেল স্কুল স্টুডেন্ট এসোসিয়েশন (জেমসা)-এর উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে দুই সহস্রাধিক প্রাক্তন ছাত্র ও তাদের স্বজনরা অংশ নিবেন বলে আয়োজক কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এটা এই জেলার সর্বোচ্চ বড় পুনর্মিলনি অনুষ্ঠান বলে আয়োজক কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রথম দিন শুক্রবার সকাল১০ টায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এ সময় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

বেলা সাড়ে ১১ টায় স্কুল ক্যাম্পাস থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এর আগে প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম এমপি, সংগঠনের সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওসার, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, সংগঠনের সাধারন সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরীসহ নেতৃবৃন্দ বিদ্যালয়ের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখবেন।

সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা, ফরিদপুর, খুলনা ও গোপালগঞ্জের খ্যাতনামা কন্ঠশিল্পী ও ব্যান্ডদল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। রাত ১০ টায় একই স্থানে আতশবাজি প্রদর্শনী হবে।

দ্বিতীয় দিন শনিবার সকাল ১০ টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এদিন স্কুলের প্রাক্তন ছাত্র সাবেক বিচারপ্রতি এ্যাডভোকেট শামসুল হুদা মানিকসহ জেলার পদস্থ কর্মকর্তা, সংগঠনের নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্ররা বক্তব্য রাখবেন। এদিনও সন্ধ্যা সাড়ে ৭ টায় দেশের খ্যাতনামা কন্ঠ শিল্পি ও ব্যান্ডদল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। রাত ১০ টায় একই স্থানে আতশবাজি প্রদর্শনী হবে।

উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৮৪৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেন্ট মথুরানাথ বোস নামে এক খ্রিষ্টান ধর্মযাজক এই বিদ্যালয় শুরু করেন।

এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী বলেছেন, প্রথম বারের মতো স্কুলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সকল প্রকার আয়োজন শেষ পর্যায়ে রয়েছে।

(এমএইচএম/এএস/অক্টোবর ২৯, ২০১৫)