দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং জাতীয় ভূমি জোনিং প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ শীর্ষক এক কর্মলাশা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিক ইমাম। এতে মূখ্য অলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের ড. গোলাম মাহাবুব সারওয়ার।

কর্মশালায় ভূমি সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহসিন মৃধা, ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন চৌধুরী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. বেগম রেবেকা আইরিন, গণমাধ্যমকর্মী রজব আলী, থানা প্রেসক্লাবের মেহেদী হাসান উজ্জ্বল, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আফজাল হোসেন, বেলাল হোসেন প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

(এসিজি/এএস/অক্টোবর ২৯, ২০১৫)