ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জালিয়াত চক্রের সদস্য সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধনীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। জোবায়ের নামে এক শিক্ষার্থীকে টাকার বিনিময়ে প্রশ্নপত্র দিবে বলে মোটা অংকের টাকা লেনদেন করে চক্রটি। তারই ধারাবাহিকতায় প্রথমে একজনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৯ জনকে আটক করা হয়। তবে আটককৃতদের নামগুলো মনে নেই বলে জানান তিনি।

এদিকে ‘ক’ ইউনিটের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াত চক্রগুলো এখনো তৎপর। তাই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্রগুলোকে একটু বেশী নজর রাখা হয়েছে। এছড়া ডিবি পুলিশেরও অভিযান অব্যাহত রয়েছে। আর পরীক্ষা চলাকালীন সময়ে গত ইউনিটগুলোর মতো এ ইউনিটেও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০১৫)