গোপালগঞ্জ প্রতিনিধি : দেশে আইএস এর কোন অস্তিত্ব নেই উল্লেখ করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম (এমপি) বলেছেন, জঙ্গিবাদ দমন করে শেখ হাসিনা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন। আর সেখানে বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করে আইএস-র উপর দোষ চাপাচ্ছে। এধরনের অপরাধ করে কেউ পার পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০-তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, বিদেশী নাগরিকদের হত্যা করে বিএনপি-জামায়াত বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তদন্তে বিএনপি নেতাদের নাম আসছে। ইতিমধ্যে বিএনপি নেতা কমিশানার কাউয়ুমের নাম উঠে এসেছে। তাকে গ্রেফতার করতে পারলে বাকীদের নামও পাওয়া যাবে।

প্রাক্তন ছাত্রদের সংগঠন জেমসার সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অনুষ্ঠানের আহবায়ক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, জেমসার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, প্রাক্তন ছাত্র এ্যাড নওশের উজ জামান প্রমুখ।

(এমএইচএম/এএস/অক্টোবর ৩০, ২০১৫)