দিনাজপুর প্রতিনিধি : সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল শুক্রবার দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

“মানি না, মানব না, ৭টি সৃজনশীল লিখব না” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ রেজা, আবু কায়ছার, শিয়াব রাফসান, আবু হাসান খালিদ প্রমুখ।

বক্তারা বলেন, এত অল্প সময়ে আমরা ৭টি সৃজনশীল লিখবো কি করে। সর্বোচ্চ ২/৩ টি প্রশ্নে সৃজনশীলতার সাক্ষরতা রাখি। পরে চলে পৃষ্ঠা পূরণ করা অযৌক্তিক-নিষ্ঠুর প্রতিযোগিতা। তাই ৭টি সৃজনশীল লিখা শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের ওপর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে।

(এমআর/এসসি/অক্টোবর৩০,২০১৫)