স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘শীর্ষ দুই যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরের পথে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিষ্পত্তি হতে আর বেশি সময় লাগবে না। একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলাও শিগগিরই নিষ্পত্তি হবে। এই মামলায় তারেক জিয়া ও খালেদা জিয়া কোথায় কী করেছেন তার ডকুমেন্ট আছে।’

রাজধানীর আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার দুপুরে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আগামী ২ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে এ সভা আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

কামরুল ইসলাম বলেন, ‘মা-ছেলের আর রক্ষা নেই। বিএনপিতে মা-ছেলের অবস্থা ত্রাহি ত্রাহি। তাই দলটিতে যারা বিবেকবান আছেন তারা রিজাইন দিয়ে শুরু করেছেন। আর ভবিষ্যতে আরো কয়জন যায়, তা দেখেন। দেশে যারা গণতন্ত্র ও শুভবুদ্ধি সম্পন্ন তারা এসব মেনে নিতে পারেন না। বিএনপি ভাঙন এখন মাত্র সময়ের ব্যাপার।’

তবে আওয়ামী লীগ এ ভাঙা-গড়ার খেলায় নেই বলেও মন্তব্য করেন এই মন্ত্রী।

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০১৫)